বোবা কোরআন
****************
---------মফিজুল ইসলাম, পিপিএম।
বোবা কোরআনের মুখ ফুটিয়েছে
গিরিশ চন্দ্র সেনে
আগেই কোরআন ভালো ছিল
বাংলা অর্থ না জেনে।।
ছওয়াবের আশায় পড়তো সবাই
অর্থ না বুঝে শুনে
অর্থ বুঝে পড়তে গেলেই
বিপ্লব আসে মনে।।
ছোটকালে করতাম মুখস্থ
ফু দিতাম জিন ভুত তাড়াতে
অর্থ বুঝে কোরআন পড়লে
শয়তান পালায় দৌড়াতে দৌড়াতে।।
কাগজের কোরআন ছবি হয়
সে তো আসল কোরআন নয়
অর্থ বুঝে কোরআন পড়ে
মানুষই জীবন্ত কোরআন হয়।।
যে দিন থেকে কোরআনের মুখ ফুটেছে
সে দিন থেকেই শত্রু বেড়েছে
তাইতো এখন শত্রুরা সবাই
সারা পৃৃথিবীতে নতুন নতুন ছক একে চলেছে।।
কোরআন হলো সার্বজনীন
অসাম্প্রদায়িক এক জীবন্ত গ্রন্থ
রাজনীতিতে ব্যবহার করে
সিংহাসন দখলে বানিয়েছে তারা মূলমন্ত্র।।
রসুল (স.) এঁর যখন মুখ বন্ধ ছিল
আল-আমিন নামে ক্ষ্যাতি পেলো
কোরআন পড়ে সত্য ছড়িয়ে
সমাজপতিদের শত্রু হলো।।
কোরআন হলো সত্য ন্যায়ের
নূহ (আঃ) এর কিস্তি
অর্থ বুঝে কোরআন পড়ে
বানাও জীবনের ফিরিস্তি।।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম