তাঁর দাবি, ‘দেশের জঙ্গিরাই এসব বোমা রেখেছে। বাংলাদেশে আইএস বলে কিছু নাই। জামাত-শিবিরি এর পেছনে রয়েছে।’
শনিবার ( ২৭ জুলাই) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, ‘দেশিয় জঙ্গিরা মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। কিন্তু তাদের শক্ত হাতে প্রতিহত করা হচ্ছে। যারা বিভিন্ন স্থানে বোমা রাখছে তাদের দ্রুত শনাক্ত করে ধরে ফেলা হবে।’