অনলাইন ডেস্ক: বরগুনা সরকারি কলেজের সামনে নেয়াজ রিফাত শরীফ নামে এক যুবককে কুপিয়ে হত্যার জন্য ব্যক্তিগত কারণকেই দায়ী করেছে বরগুনার পুলিশ সুপার । শুক্রবার পুলিশের এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।
পুলিশ সুপার মো: মারুফ হোসেন বলেন, "আমরা সবাই বুঝতে পারছি যে ব্যক্তিগত কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে।"
তবে ব্যক্তিগত কোন কারনে এ ধরনের ঘটে থাকতে পারে বলে সেটি নিশ্চিত করে বলেননি এ পুলিশ সুপার।
বুধবার ওই হত্যাকাণ্ডের পর নানা গণমাধ্যমে মাদকের বিষয়টি আসলেও পুলিশ সুপারের দাবি বরগুনা শহরে মাদকের তেমন ছড়াছড়ি নেই। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিও সব দিক থেকেই ভালো ছিলো বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে পুলিশ সুপার জানান, অভিযুক্তরা যেনো পালাতে না পারে সেজন্য সব সীমান্ত ও বন্দরে সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়েছে।
"এ পর্যন্ত হত্যার ঘটনায় মোট ১২ জন আসামীর নাম এজাহারভুক্ত হয়েছে বলে তিনি জানান। এর মধ্যে আমরা তিনজনকে আটক করেছি। বাকীদের ধরতে অভিযান চলছে," বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, মিন্নি (নিহত রিফাতের স্ত্রী যিনি হামলা থেকে স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন) এখানে ভিকটিম। তার স্বামী মারা গেছে ৪৮ঘন্টাও পার হয়নি। তাকে নিয়ে কথা বলা সমীচীন হবে না।
"একটি নারকীয় হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। যারা এ কাজটি করেছে তাদের খুঁজে বের করে আমরা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবো।"বলেও আশ্বাস দেন এ পুলিশ সুপার।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম