আমাদেরবাংলাদেশ ডেস্ক।।মরণব্যাধি ক্যানসারের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমালেন ‘ব্ল্যাক প্যান্থার’ ছবির অভিনেতা চ্যাডউইক বোসম্যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪২ বছর।
শুক্রবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন মার্ভেলের সুপারহিরো চ্যাডউইক বোসম্যান। গত ৪ বছর ধরে কোলোন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। তাঁর প্রতিনিধি নিকি ফিওরাভান্তে সংবাদসংস্থা এপি–কে জানিয়েছেন, শুক্রবার লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। শেষ মুহূর্তে তাঁর পাশে ছিলেন তাঁর স্ত্রী টেলর সিমন লেডওয়ার্ড ও পরিবারের সকলেই।
শনিবার সকাল ৭টা ৪১ মিনিটে চ্যাডউইক বোসম্যানের টুইটার হ্যান্ডেল থেকে তাঁর প্রয়াণের কথা জানানো হয়েছে। টুইটে লেখা হয়েছে,‘অপরিসীম দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে চ্যাডউইক আর নেই। ২০১৬ সালে তাঁর স্টেজ ৩ কোলোন ক্যানসার ধরা পড়ে। পরে সেটি স্টেজ ৪–এ চলে যায়, যার সঙ্গে তিনি গত ৪ বছর ধরে লড়াই করেছেন। সত্যিকারের যোদ্ধা এই পরিস্থিতির মধ্যেও তাঁর গুণমুগ্ধ ভক্তদের জন্য বিভিন্ন চরিত্র উপহার দিয়েছেন।
তার মধ্যে ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমায় রাজা টু’চ্যালা তাঁর নিজের জীবনে অন্যতম প্রাপ্তি।’ এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার জন্য তাঁর অগণিত ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন চ্যাডউইকের পরিবার।চ্যাডউইক বোসম্যানের জন্ম ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনায়। মার্ভেল সিনেমাটিভ ওয়ার্ল্ডের ‘ব্ল্যাক প্যান্থার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’, ‘ক্যাপটেন আমেরিকা: সিভিল ওয়ার’ সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পান তিনি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডা ফাইভ ব্লাডস’।
এটি পরিচালনা করেছেন স্পাইক লি। এতে ভিয়েতনাম যুদ্ধে অংশ নেওয়া যোদ্ধা নরম্যান আর্ল চরিত্রে অভিনয় করেছেন চ্যাডউইক বোসম্যান।
আমাদেরবাংলাদেশ/রিফাত