অভয়নগর (যশোর)সংবাদদাতা।।ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে টিআরএম প্রকল্প চালুসহ আমডাঙ্গা খাল সংষ্কারের দাবিতে ফুঁসে উঠেছে যশোরের অভয়নগর, মণিরামপুর, কেশবপুর, যশোর সদর, খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার লাখ লাখ মানুষ।
ঘোষণা করা হয়েছে কঠোর আন্দোলনের নতুন কর্মসূচি। দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার সকালে অভয়নগরের যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যাÐে ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির উদ্যোগে দুইঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলা এ মানববন্ধনে অংশ নেন জলাবদ্ধতার শিকার হাজার হাজার নারী-পুরুষ। ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির আহবায়ক ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান,
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সানা আবদুল মান্নান, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, মণিরামপুরের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান, আন্দোলন কমিটির নেতা শেখ আয়ুব হোসেন, আবদুর রউফ মোল্যা, ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, বিকাশ রায় কপিল, মফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা অধির কুমার পাঁড়ে, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ ৪০বছর ধরে জলাবদ্ধতার শিকার ভবদহ অঞ্চলের মানুষ। বর্তমানে যশোর-খুলনার ৬উপজেলার প্রায় ৫০টি গ্রামের মানুষ জলাবদ্ধতার শিকার হয়ে পশু আর মানুষ একত্রে বসবাস করছে। এ অঞ্চলের মানুষকে জিম্মি করে খাল ও নদী খননের নামে সরকারের কোটি কোটি টাকা লোপাট করছে একটি মহল।
ভবদহের সমস্যা সমাধানে সরকারের সদ্য ঘোষিত ৮১০কোটি টাকার প্রকল্প বাতিল করে সেনাবাহিনীর মাধ্যমে টিআরএম প্রকল্প চালুসহ আমডাঙ্গা খাল সংষ্কারের দাবি করেন তারা। ঘোষিত দাবি আদায়ের লক্ষ্যে বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন এবং ওই দিন যশোর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের নতুন কর্মসূচি ঘোষণা করেন ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির আহবায়ক এনামুল হক বাবুল।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম