নিজস্ব প্রতিবেদক।। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের পর হল খুলে দেওয়ার আল্টিমেটাম শেষ হওয়ার পরই আল বেরুনী হলে তালা ভাঙলো আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিক্ষোভকারীরা আল বেরুনী হলে তালা ভেঙে দেয়।
এর আগে গতকাল ক্যাম্পাসে হল খোলার দাবিতে আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। শনিবার দুপুরে প্রসাশনের পক্ষে কথা বলা হলেও শিক্ষার্থীদের দাবি না মানায় তারা ক্যাম্পাসে ফের বিক্ষোভ শুরু করে।
এসময় আন্দোলনকারীদের ‘এক দফা এক দাবি, আজকেই হল খুলে দিবি’ স্লোগান দিয়ে আল বেরুনী হলের তালা ভাঙ্গতে দেখা গেছে। তবে তারা হলের ভেতরে প্রবেশ করেনি।
এর আগে গত শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সাথে স্থানীয়দের সংঘর্ষে প্রায় ৩০ শিক্ষার্থী আহত হন।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু