প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১০:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০১৯, ২:১০ অপরাহ্ণ
ভারতীয় মদ, গাঁজা, সুপারী এবং কয়লা আটক

তাহিরপুর থেকে।। সুনামগঞ্জ সীমান্তে বিজিবি'র পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ, গাঁজা, সুপারী এবং কয়লা আটক করা হয়েছে।
সোমবার নারায়নতলা বিওপির একটি টহল দল সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের বড়াইতলা নামক স্থান হতে ৬৯ বোতল ভারতীয় মদ আটক করে
একই দিনে লাউড়েরগড় বিওপির একটি টহল দল তাহিরপুর উপজেলার ছড়ার পাড় নামক স্থান হতে ১৭ বোতল ভারতীয় মদ আটক করে।
অপরদিকে মাটিরাবন বিওপির একটি টহল দল ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের রাজেন্দ্রপুর নামক স্থান হতে ০.৭০০ কেজি ভারতীয় গাঁজা আটক করে।
একই দিনে অপর এক অভিযানে বাঁশতলা বিওপির একটি টহল দল দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের খাসিয়াবাড়ী নামক স্থান হতে ৩১ কেজি ভারতীয় সুপারী আটক করে।
একই দিনে টেকেরঘাট বিওপির একটি টহল দল তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাটিকাটা নামক স্থান হতে ১৪০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-২৮) পরিচালক মোঃ মাকসুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত ভারতীয় মদ, গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং সুপারী ও কয়লা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম