আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার এক টুইট বার্তায় তিনি একথা জানিয়েছেন।
টুইট বার্তায় অমিত শাহ জানান, উপসর্গ দেখা দেয়ায় করোনা পরীক্ষা করানোর পর ফল পজিটিভ আসে। তার শারীরিক অবস্থা এমুহূর্তে স্থিতিশীল হলেও চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে নেয়া হয়েছে তাকে।
গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের আইসোলেশনে থাকার এবং করোনা পরীক্ষা করানোর অনুরোধ করেন অমিত শাহ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম