আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ভারতে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৬৬ হাজার ৯৯৯ জন। আরও মৃত্যু হয়েছে ৯৪২ জনের।
নতুন করে সংক্রমণের জেরে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ লাখ ৯৬ হাজার। এরমধ্যে সক্রিয় কেসের সংখ্যা ৬ লাখ ৫৩ হাজার ৬২২টি। সুস্থ হয়ে উঠেছে ১৬ লাখ ৯৫ হাজার ৯৮২ জন। দেশজুড়ে মোট মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৩৩ জনের।
গত কয়েকদিন ধরে টানা ৬০ হাজারের কাছাকাছি বা তারও বেশি সংখ্যায় মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে ভারতে। গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের চেয়েও বেশি করোনা রোগী ধরা পড়েছে ভারতে।একটি সমীক্ষায় দেখা গেছে, গত এক সপ্তাহে বিশ্বজুড়ে যত নতুন করোনার সংক্রমণ ঘটেছে, তার ২৩ শতাংশই ভারতে। আগস্টের ১০ তারিখ পর্যন্ত গত ৭ দিন ধরে প্রতিদিনের হিসেবে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ব্রাজিল, আমেরিকার চেয়েও বেশি।
আক্রান্তের এই বাড়বাড়ন্তের মধ্যে বিশ্বে মোট করোনা সংক্রমণের দিক দিয়ে এখনও বিশ্বে তৃতীয় স্থানে আছে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।
আমাদেরবাংলাদেশ/রিফাত