আমাদেরবাংলাদেশ ডেস্ক।।২৪ ঘণ্টায় ভারতে সর্বোচ্চ ৮৪ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ছাড়িয়েছে ৩৯ লাখ। নতুন করে এক হাজার ৮৩ জনসহ এ পর্যন্ত মৃত্যু সাড়ে ৬৮ হাজারের বেশি।
শনাক্তের দিক থেকে বিশ্বে এখনো দ্বিতীয় ব্রাজিল । দেশটিতে করোনা সংক্রমণ ছাড়িয়েছে ৪০ লাখ। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৩৪ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ২৪ হাজার।অন্যদিকে তালিকায় প্রথমে থাকা যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত ছাড়িয়েছে ৬৩ লাখ । মৃত্যু ছাড়িয়েছে এক লাখ ৯১ হাজার।
মেক্সিকোতে ২৪ ঘণ্টায় শনাক্ত প্রায় ছয় হাজার। শনাক্ত ছয় লাখ ১৬ হাজারের বেশি। দেশটিতে মোট মৃত্যু ৬৬ হাজার ছাড়িয়েছে।ফ্রান্সে ২৪ ঘণ্টায় সাত হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ বাড়তে থাকায় আগামী সপ্তাহ থেকে ইসরায়েলে আংশিক লকডাউন শুরু হবে।
বিশ্বে করোনা শনাক্ত ছাড়িয়েছে দুই কোটি ৬৪ লাখ, মৃত্যু আট লাখ ৭৩ হাজারের বেশি। সুস্থ এক কোটি ৮৬ লাখের বেশি।
আমাদেরবাংলাদেশ/রিফাত