অনলাইন ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ঝাঁসিতে হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। কমপক্ষে আরও ৩৭ শিশুকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই অগ্নিকাণ্ড ঘটে।
শনিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঝাঁসি মেডিকেল কলেজের এনআইসিইউতে (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছেও ১০ শিশুকে জীবিত উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। উদ্ধারকর্মীরা হাসপাতালে পৌঁছানোর আগেই এনআইসিইউ-এর জানলা ভেঙে চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা ৩৭ শিশুকে বাইরে বের করতে সক্ষম হন। অনেক শিশুকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম