আর্ন্তজাতিক ডেস্ক।। ভারতে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই সেখানে ভাঙছে আক্রান্তের রেকর্ড। গতকালই দেশটিতে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় আগের সেই রেকর্ডও ভেঙে গেছে। এরই ধারাবাহিকতায় মাত্র ২০ দিনের ব্যবধানে ভারতে আক্রান্ত হয়েছে ৫ লাখ মানুষ। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে দেশটিতে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার সকালে জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৯৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে একদিনে এত সংখ্যক মানুষ আর কখনও আক্রান্ত হয়নি দেশটিতে। সবমিলিয়ে ভারতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১০ লাখ তিন হাজার ৮৩২ জন।
আক্রান্তের পাশাপাশি ধারাবাহিকভাবে বাড়ছে মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬৮৭ জনের। এ নিয়ে দেশটিতে মোট ২৫ হাজার ৬০২ জন করোনায় মারা গেলো। করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। সেখানে এ পর্যন্ত ১১ হাজার ১৯৪ জন করোনায় মারা গেছে।
এছাড়া রাজধানী দিল্লিতে ৩ হাজার ৫৪৫ জনের প্রাণ কেড়েছে করোনা। এরপর রয়েছে তামিলনাড়ু। সেখানে করোনায় প্রাণ গেছে ২ হাজার ২৩৬ জনের। গুজরাটে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৯ জনের। কর্নাটকেও মৃত্যু হয়েছে ১ হাজার ৩২ জনের। এসব রাজ্যের পাশাপাশি উত্তরপ্রদেশ ১ হাজার ৪৬ ও পশ্চিমবঙ্গে ১ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে আক্রান্তেও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজার ২৮১ জন। তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৬৯ জন। দিল্লিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ১৮ হাজার ৬৪৫ জন। এছাড়া কর্নাটকে ৫১ হাজার ৪২২ জন ও গুজরাটে আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ৪৮১ জন।
অন্যদিকে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি) বৃহস্পতিবার একটি সমীক্ষায় হাড় হিম করা পরিসংখ্যান দিয়েছে। সেখানে বলা হয়েছে, বর্তমান হারে বাড়তে থাকলে আর মাত্র দেড় মাসে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫ লাখে পৌঁছে যেতে পারে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম