চিম্মার গ্রামে ভোরে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। এ সময় জঙ্গিদের গুলিতে তিন ভারতীয় সেনা আহত হয়।
নিহতদের মধ্যে একজন শীর্ষস্থানীয় জঙ্গি রয়েছে বলেও দাবি করেন ভারতীয় কর্মকর্তারা। নিহত কমান্ডার পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জঈশ-ই-মোহাম্মদের সদস্য। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সক্রিয় জঙ্গি সংগঠনগুলোকে মদদ দেয় পাকিস্তান, এমন অভিযোগ ভারতের। যদিও বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান সরকার।