ভালোবাসার দিবস নাই: মফিজুল ইসলাম, পিপিএম।।
ভালোবাসার অপরূপ সৃষ্টি
সৃষ্টি আদম হাওয়া
এই ধরাতে কত জুটি
করেছেন আসা যাওয়া।।
মা-বাবার ভালোবাসায়
জন্ম হয়েছে আমার
তার চেয়ে বেশী ভালোবাসা
সৃষ্টিকর্তা মহান আল্লাহর।।
জীবনের চাইতে বেশী ভালোবাসা
আল্লাহ ও নবীর প্রতি যদি না হয়
তাহলে সে ব্যক্তি প্রকৃত মোমেন
খাঁটি ঈমানদার নয়।।
দেশের জন্য ভালোবেসে
যে জীবন দিয়ে দেয়
শ্রদ্ধাভরে স্মরণ করে
শহীদ উপাদি পায়।।
বর্তমানে প্রেম ভালোবাসা
পার্ক আর ফেসবুক থেকে আসে
পকেটের টাকা ফুরিয়ে গেলে
থাকে না কেউ পাশে।।
এসো সচেতন হই, অন্যকে সচেতন করি
আল্লাহকে করি ভয়
দিবস করে ভালোবাসা নয়
দিবস ছাড়াও ভালোবাসা যায়।।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম