কবি রাবেয়া সুলতানা................
ভালোবাসি তোমায় হয়নি বলা
অন্তহীন পথচলায় তুমি আমি দুজনায়
চলেছি স্বপ্নের অবগাহনে।
বিকালের সোনালী রোদ মখমল উষ্ণতায়
ভাগাভাগি করে দিয়েছি চায়ে চুমুক
তবুও হয়নি বলা ভালোবাসি।
কবিতা ও গল্পে তোমায় কত খুঁজেছি
ভালো-মন্দ স্মৃতিতে কত বেঁধেছি
তবুও হয়নি বলা ভালোবাসি।
আমার নরম হাতে তোমার শক্ত হাতটা
ধরে রেখেছি,কাব্যও গেঁথেছি
তবুও হয়নি বলা ভালোবাসি।
ভোরের কুয়াশায় চাঁদর গায়ে জড়িয়ে
শিশির ভেঁজা মেঠো পথে কত হেঁটেছি
তবুও হয়নি বলা ভালোবাসি।
আমি তোমারও সঙ্গে বেঁধেছি প্রাণ
স্বপ্নের নৌকাতে ছাব্বিশটি বছর
তবুও হয়নি বলা ভালোবাসি।
প্রশ্নহীন তোমার চোখের তারায়
দেখেছি আমারই জলছবি,
তুমি হয়েছো আমার ছোঁয়ায়
প্রেমও বিলাসী কবি।
তবুও কি মুখে বলার প্রয়োজন পড়ে?
ভালোবাসি,ভালোবাসি।
সেটা তো অন্তরের উপলব্দি
হাসি আর দু:খ নিয়ে গুটি গুটি পায়ে
জীবনের শেষ পর্যন্ত চলা।।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম