নিউজ ডেস্ক:
ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার।
মানিকগঞ্জে কোর্টে কর্মরত শহিদুল রহমান নামের এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ মে) সকালে তার ভাড়া বাসার দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহীউদ্দিন আহমেদ বলেন, সকালে শহিদুল কোর্টে কাজে যোগ না দিলে মুঠোফোনে তাকে অনেকবার ফোন করা হয়। পরে দুপুরের দিকে মানিকগঞ্জ শহরের জয়রার ভাড়া বাসায় এসে খোঁজ করা হয়। এতে তার বাসার ভেতরে থেকে বন্ধ পাওয়া যায়।
পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে লাশ পড়ে থাকতে দেখা যায়। বিকেলে তার স্ত্রী ও ভাইসহ স্বজনরা আসলে ঘটনাস্থল থেকে কনস্টবলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।