ঢাকা।। করোনা ভাইরাসের চিকিৎসায় ভিআইপিদের জন্য কোন ধরণের আলাদা হাসপাতাল নির্মাণ করা হচ্ছে না, আক্রান্ত সকল রোগীর জন্য একই ধরণের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থমন্ত্রী ড. জাহিদ মালেক।
আজ (বৃহষ্পতিবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, বিভিন্ন খবরের কাগজে এবং গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরী করা হচ্ছে, এ বিষয়টি সঠিক নয়। সরকার এরকম কোন ধরণের ব্যবস্থা করে নাই। সকলের জন্য একই হাসপাতাল এবং একই চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।’
ভুল বোঝাবুঝির সৃষ্টি এড়াতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন ধরণের বিবৃতি না দেওয়ার আহ্বান জানান জাহিদ মালেক। তিনি বলেন, কোন হাসপাতালই লকডাউন করা হয়নি এবং হবে না। হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা বজায় আছে এবং ভবিষ্যতেও বজায় থাকবে। একইসাথে হাসপাতালগুলোতে সরকারি ওষুধ সরবরাহ অব্যাহত আছে। হাসপাতালগুলোতে ওষধের স্বল্পতা নেই বলেও দাবি করেন স্বাস্থমন্ত্রী।