আমাদের বাংলাদেশ ডেস্ক: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিতাস ঘোষের বাড়িতে চলছে শোকের মাতম। তথাকথিত ভিআইপির জন্য সাড়ে তিন ঘণ্টা ফেরির অপেক্ষায় থেকে অ্যাম্বুলেন্সেই প্রাণ যায় ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রের।
গেল বুধবার নড়াইল-কালিয়া সড়কের আউড়িয়া মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় তিতাস ঘোষ। আহত তিতাসকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নেওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।
সেখান থেকে গেল বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।
শিমুলিয়া ফেরিঘাটে পৌঁছে তিতাসকে বহনকারী অ্যাম্বুলেন্সটি। কিন্তু শিমুলিয়া ফেরিঘাটে কুমিল্লা নামের ফেরিটি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তার আত্মীয়দের জন্য অপেক্ষা করে রাত সাড়ে ১১টায় ছাড়ে। এ সময় রাত ১২টার দিকে ফেরিতেই তিতাসের মৃত্যু হয়।
নিহত তিতাস কালিয়া পৌরসভার বড়কালিয়া এলাকার মৃত তাপস ঘোষের ছেলে এবং কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তিতাসের বাবা তাপস ঘোষ তিতাসের জন্মের পরপরই মারা যায়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম