প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২২, ১১:৩০ অপরাহ্ণ
ভিডিও জার্নালিস্ট আতাউল হক সাগরের সাথে অনাকাঙ্খিত ঘটনায় পুলিশের দু:খপ্রকাশ

ওবাইদুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি।। গত ২৭ মার্চ রাতে বাম গনতান্ত্রিক দলের স্থানীয় নেতাকর্মীরা হরতালের সমর্থনে গাইবান্ধা শহরে মিছিল বের করে। ওই কর্মসুচীর ছবি তোলাবস্থায় সময় টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট আতাউল হক সাগর পুলিশের লাঠিচার্জের শিকার হন।
এ ঘটনায় গাইবান্ধা ফটো এন্ড ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশন ও স্থানীয় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীগন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষুব্ধ প্রতিক্রিয়াসহ ঘটনার সাথে জড়িত সাব ইন্সপেক্টর মাইদুল ইসলামের শাস্তি দাবি করেন। পরে বিষয়টি আনুষ্ঠানিক ভাবে গাইবান্ধার পুলিশ সুপারকে সাংবাদিকরা অবগত করেন। বিষয়টি নিয়ে পহেলা এপ্রিল রাতে পুলিশ ও সংবাদকর্মীদের মাঝে শহরের এক নম্বর রেলগেট সংলগ্ন সাপ্তহিক আমাদের গাইবান্ধা কার্যালয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় গাইবান্ধা সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর হোসেন , সাব ইনসপেক্টর মাইদুল ইসলাম , সাব ইন্সপেক্টর নুরুজ্জামান, সাংবাদিক ইদ্রিসউজ্জামান মোনা, কুদ্দুস আলম,আরিফুল ইসলাম বাবু, সুজন প্রসাদ,এস.এম বিপ্লব ইসলাম,ওবাইদুল ইসলাম ও আতাউল হক সাগর উপস্থিত ছিলেন। ঘটনাটি অনিচ্ছাকৃত,অনাকাঙ্খিত উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে দু:খ প্রকাশ করা হয়।
আমাদেরবাংলাদেশ.কম/ ঈসা
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম