নিজস্ব প্রতিবেদক: পঞ্চম ও শেষ ধাপে ২০টি উপজেলা পরিষদ নির্বাচনে তিনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী জয়ী হলেও বাকি ১৭টিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ৯ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বাকি আটটিতে নৌকার প্রার্থী বিজয়ী হন।
মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়। তবে অনিয়মের অভিযোগে গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করে পুনরায় নির্বাচন দাবি করেছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে আহত হয় ১৫ জন। ঘোষিত ফলে আওয়ামী লীগের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হওয়া উপজেলাগুলো হলো- শেরপুরের নকলা, সিরাজগঞ্জের কামারখন্দ, পটুয়াখালীর রাঙ্গাবালী, মাদারীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কিশোরগঞ্জের কটিয়াদী, পিরোজপুরের মঠবাড়িয়া ও খুলনার ডুমুরিয়া। আর আওয়ামী লীগের প্রার্থীরা যে আট উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেগুলো হলো- গাজীপুর সদর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, নাটোরের নলডাঙ্গা, রাজশাহীর পবা, গাইবান্ধার সুন্দরগঞ্জ, বরগুনার তালতলী ,সুনামগঞ্জের জামালগঞ্জ ও নেত্রকোনার পূর্বধলা। এছাড়া নারায়ণগঞ্জ বন্দর, ফেনীর ছাগলনাইয়া ও নোয়াখালী সদর- এ তিন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম