আজিজুল ইসলাম সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার, আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি। তেমনি একটি হাওরের বুকে সুনালী শাপলার স্বর্গরাজ্যের দেখা মিলেছে বিকিবিলের কাশতালে। কিন্তু প্রচারের অভাবে অনেকেই জানেনা এই দূর্গম অঞ্চলের এই শাপলার স্বর্গরাজ্যের সৌন্দর্য সম্পর্কে। পূর্ব আকাশের ভোরের সূর্যের আলোকেও হার মানিয়েছে বিকিবিলে শত সহস্র রক্তিম সুনালী শাপলা মনে হবে হাওরের দেশের লালগালিচা।
এর সঙ্গে রয়েছে অতিথি ও দেশীয় নানা প্রজাতির পাখির কিচিরমিচির সুর। মনে হয় যেন প্রকৃতি তার রূপের সঙ্গে নিজে বাদ্যযন্ত্রে সুরের ঝরনাধারা ছড়িয়ে দিয়েছে। বিল থেকে দেখা যায় ভারতের দৃষ্টিনন্দন মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য। প্রাকৃতিকভাবেই লাল শাপলা হাওরে ফুটে আশপাশের পরিবেশ আর গ্রামগুলোকে মনোমুগ্ধকর করে তোলে। প্রথম দেখায় মুখ থেকে অস্ফুটে বেরিয়ে আসে বিস্ময়, যেন লালগালিচায় সাজানো হাওর।
মনের অজান্তেই দর্শক গেয়ে ওঠেন, তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে দিয়েছে বিকিবিলকে। বিলটির চার দিকেই সুনালী শাপলার সমারোহ। সব মিলিয়ে পর্যটকদের কেবলই কাছে টানে বিলটি। এই বিকিবিল দেখতে হলে যেতে হবে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাশতাল গ্রামের পাশে।
শুধু সুনালী শাপলার উৎস নয়, বরং এটি সুনালী শাপলার গ্রাম, নামে পরিচিত স্থানীয়দের কাছে। সুনালী শাপলার বিলে ছুটে আসে স্থানীয় প্রকৃতি প্রেমীরা। তবে এখনো বিলটি পর্যটক ও দর্শনার্থীদের পরিচিত হয়ে উঠতে পারেনি। তবে মিডিয়ার কল্যাণে অতিশীগ্রই পরিচিত পেতে পারে, সৌন্দর্য-পিপাসু প্রকৃতিপ্রেমীদের সাথে এই বিকিবিল।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম