জবি প্রতিনিধি।। করোনা ছড়িয়ে পড়ার সঙ্কায় সরকারী নির্দেশনা সবাইকে ঘরে থাকার জন্য। ফলে কাজকর্মহীন সবচেয়ে কঠিনসময় যাচ্ছে সাধারণ মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষের। এসময় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত তৈরি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী।
জবির একাউন্টিং বিভাগের শিক্ষার্থী মোঃ ফয়সাল মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবিক সহয়তা নিয়ে। নিজে ভ্যান চালিয়ে ত্রাণ বহন করে পৌঁছে দিয়েছেন রাজধানীর বিভিন্ন এলাকায় বিপদগ্রস্ত মানুষের কাছে।
এবিষয়ে ফয়সাল বলেন, এখানে আমরা ভ্যান নিয়া মগবাজার মোড় থেকে শুরু করে মালিবাগ রেললাইন পর্যন্ত রাস্তায় যে মানুষগুলা থাকে তাদের,কিছু রিক্সাওয়ালা ও কাজহীন হওয়ায় ত্রাণের আশায় বসে থাকা কিছু মানুষদের মাঝে আমরা প্রথম পর্যায়ে ত্রাণ বিতরণ করি।।।এরপর বাড়ি বাড়ি গিয়েও খাবার পৌছে দেওয়া হয়।।এক্ষেত্রে আমরা প্রায় ৪০ টা ঘরে গিয়ে গিয়ে খাবার দিয়ে আসি,যাদের সকলেই নিম্ন মধ্য বিত্ত শ্রেণির।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম