আমাদেরবাংলাদেশ ডেস্কঃ সৌদি আরবের পবিত্র মক্কায় হজ পালন করতে গিয়ে আরো এক বাংলাদেশি মারা গেছেন।
নিহত হজযাত্রী হলেন— বরিশাল জেলার উজিরপুরের বাসিন্দা মজিবুর রহমান খান (৬৩)।
আজ শনিবার এই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মক্কার বাংলাদেশ হজ কার্যালয়।
এখন পর্যন্ত সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ২৯ বাংলাদেশি মারা গেছেন। তাঁদের মধ্যে ২৬ জন পুরুষ ও তিনজন নারী।
এদিকে আজ সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৩২১টি ফ্লাইটে মোট এক লাখ ১২ হাজার ৬০৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।