আমাদেরবাংলাদেশ ডেস্ক।।মসজিদুল হারাম ও মসজিদুল নববীর পরিচালনা কমিটির ঊর্ধ্বতন পর্যায়ে ১০ নারীকে নিয়োগ দিয়েছে সৌদি আরব।মক্কা ও মদীনার দুই মসজিদে প্রশাসনিক ও করিগরিসহ বিভিন্ন পদে তাদের নিয়োগ দেয়া হয়েছে। দেশটিতে নারীদের কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে সৌদি সরকার।
এর আগে, ২০১৮ সালে এই দুই মসজিদের নেতৃত্ব পর্যায়ে ৪১ জন নারীকে নিয়োগ দেয়া হয়েছিল।সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার আওতায় নারীদের কর্মসংস্থানের বিষয়কে গুরুত্ব দিয়ে আসছে দেশটি। সেই সঙ্গে নারী অধিকার নিশ্চিতে কয়েক বছর ধরেই বেশ কিছু সংস্কার আনা হয়েছে।
আমাদেরবাংলাদেশ/রিফাত