ঢাকা।। করোনার ভয়াল থাবা থেকে রক্ষা পেতে জারি করা কারফিউ শিথিল করেছে সৌদি আরব। যদিও এখনও কারফিউ বলবৎ থাকবে পবিত্র নগরী মক্কায়। দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের ফরমানে বলা হয়েছে, রোববার থেকে তা কার্যকর হবে। যদিও মক্কা ও আশপাশেরর এলাকায় লকডাউন পুরোপুরি কার্যকর থাকবে।
ঘোষণায় বলা হয়েছে, আগামী ২০ রমজান অর্থাৎ ১৩ মে পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জনসাধারণ স্বাভাবিক চলাচল করতে পারবে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, কিছু অর্থনৈতিক ও ব্যবসায়ীক কর্মকাণ্ড ২৯ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম