মঠবাড়িয়ায় অবৈধ ইট ভাটায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা
- প্রকাশের সয়ম :
শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
-
৩১৩
বার দেখা হয়েছে

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল কাইয়ূম ও সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিট্রেট মো. শৈকত রায়হান থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইট প্রস্তত ও ভাটা স্থাপণ নিয়ন্ত্রন আইনে অভিযুক্ত করে ভাটার মালিক মোস্তাফিজুর রহমানকে দুইলাখ, মো. শহিদ মেম্বরকে এক লাখ এবং আলী হাওলাদারকে দেড় লাখ করে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট আবদুল কাইয়ূম বলেন,পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভিন্ন তিনটি মামলায় ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন অনুযায়ী এসব জরিমানা আদায় করা হয়। জন স্বার্থে মোবাইল কোর্ট চলমান অব্যাহত থাকবে।
এবিডি.কম/শিরিন আলম
Please Share This Post in Your Social Media