মণিরামপুর( যশোর)প্রতিনিধি।। মণিরামপুরের কাশিমনগর ইউনিয়নের গরীব, অসহায় ও করোনায় কর্মহীনদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে উপহার সামগ্রি বিতরণ করলেন অত্র ইউনিয়নের সম্মিলিত শিক্ষক পরিষদ। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটে উপজেলার ২নং কাশিমনগর ইউনিয়নের সম্মিলিত শিক্ষক পরিষদের উদ্যোগে ইউনিয়নের দরিদ্র অসহায় এবং করোনার কারণে কর্মহীন ও ঘরবন্দি মানুষের মাঝে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেন।
গতকাল দুপুরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ২১১টি পরিবারের মধ্যে শিক্ষক পরিষদ তাদের নিজস্ব অর্থায়নে এ উপহার সামগ্রি বিতরণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক আব্দুর রাজ্জাক, আতিয়ার রহমান, প্রধান শিক্ষক সুকুমার সরকার, কাউছার আলী, নেছার উদ্দীন, তৌহিদ এলাহি মন্টি, প্রভাষক ফজলুর রহমান, সহাকরী শিক্ষক সফিয়ার রহমান,লিটন হোসেন, মিহির ভট্টাচার্য্য নমিতা রানী দাস প্রমুখ।