রিপন হোসেন সাজু,মণিরামপুর যশোর প্রতিনিধি।। মণিরামপুরে দক্ষিণ বঙ্গের ১৮ হাজার পরিবারের পাশে দাড়িয়ে খাদ্য সহায়তা দিয়ে চলেছে ‘খেদমতে খলক ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশনের উদ্যোগে রোববার মণিরামপুর পৌরশহরে খাদ্য সহায়তা প্রদানের সূচনা করা হয়েছে। এদিন সকালে পৌর শহরের মুরগীহাটা জামে মসজীদ প্রাঙ্গনে খাদ্য সহায়তা বিতরন
উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদল হাসান ও উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসনা মাদ্রাসার মুহতামিম মুফতী ইয়াহ্ইয়া, ওসি (তদন্ত) সিকদার মতিয়ার রহমান, স্থানীয় কাউন্সিলর আব্দুর রহমান প্রমূখ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী ইয়াহইয়া সাহেব জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে খাদ্য সহায়তা প্রদানে খুলনা বিভাগের ১০টি জেলার ৬৩ উপজেলার ৮০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এভাবে প্রায় ১৮ হাজার পরিবার এ সহযোগিতা পাচ্ছে।