রিপন হোসেন সাজু মণিরামপুর যশোর।। সংবাদদাতা।।যশোরের মণিরামপুরে চুমকি দত্ত (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দানের অভিযোগের মামলায় গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ। রোববার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।চুমকি মণিরামপুর পৌরশহরের তরুন চন্দ্রের মেয়ে এবং পৌরসভার হাকোবা ব্রীজসংলগ্ন এলাকার মৃত্যুঞ্জয় দত্তের স্ত্রী।পরিবারের স্বজনরা জানায়, নয় বছর আগে তাদের বিয়ে হয়।
ওই দম্পত্তির চার বছর বয়সী নিহারিকা দত্ত নামে এক মেয়ে রয়েছে।পারিবারিক কলহের জেরে ধরে রোববার সন্ধ্যায় মৃত্যুঞ্জয় চুমকিকে মারপিট করে। একপর্যায়ে গলা টিপে ধরে তার মাথা দেওয়ালের সাথে আঘাত করে। এরপর মৃত্যু নিশ্চিত করতে তাকে বালিশ চাপা দেওয়া হয়েছে। পরে তারা বিষয়টি আত্মহত্যা বলে প্রচার করে বলে নিহত গৃহবধূর স্বজনদের অভিযোগ।
লাশের গলায় ডানপাশে বৃদ্ধাঙ্গুলের ছাপ রয়েছে। এছাড়া মারপিটের বিষয়টি শিশু নেহা পুলিশকে জানিয়েছে। তবে মৃত্যুঞ্জয়ের ছোট ভাই আকাশ দত্তের দাবি, রোববার দুপুরে মৃত্যুঞ্জয়ের সাথে চুমকির ঝগড়া হয়। পরে রাতের খাবার সেরে চুমকি নিজের ঘরে ঘুমাতে যায়। আর মৃত্যুঞ্জয় অন্যঘরে ঘুমায়। একপর্যায়ে রাত ১২টার দিকে চুমকিকে ঝুলে থাকতে দেখেন তারা।
দ্রুত তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সুমন নাগ চুমকিকে মৃত ঘোষণা করেন।ডাঃ সুমন নাগ জানান, চুমকিকে হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল। ওই গৃহবধূর গলায় দাগ রয়েছে।
এদিকে এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দায়ে স্বামীসহ তিনজনকে আসামীকে থানায় মামলা হয়েছে।
তদন্তের স্বার্থে বাকীদের নাম প্রকাশ করতে অনিহা প্রকাশ করেন থানার ওসি (তদন্ত) সিকদার মতিয়ার রহমান।থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহত গৃহবধূর স্বামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।একই সাথে নিহত গৃহবধূর মরদেহ ময়না তদন্তের জন্য যশোর ২শ’৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম