নিজস্ব প্রতিবেদক,মণিরামপুর।। মণিরামপুরে বেসরকারি সংস্থা আশা’র উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে এ খাদ্য সহায়তা বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী।
উপস্থিত ছিলেন রিসোর্স কর্মকর্তা মকবুল হোসেন, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, সম্পাদক মোতাহার হোসেন, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ সেলিম, আশা’র শাখা ব্যবস্থাপক কামাল হোসেন প্রমূখ। এদিন ২শ’পরিবারের মাঝে ১০ কেজি চাল,২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তৈল ও ১ কেজি লবন দেয়া হয়।