ঢাকা।। পাবনা পৌর এলাকায় চক ছাতিয়ানী মহল্লায় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃতরা হলেন—শহরের পৌর এলাকার চক ছাতিয়ানি মহল্লার মৃত আব্দুল কাদের খানের ছেলে রবিউল ইসলাম রোমন, আব্দুল মুহিতের ছেলে জনি ও রবিউল ইসলাম মুকাইয়ের ছেলে রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন দুইজন হলেন—আব্দুস সালামের ছেলে সবুজ ও মৃত আলমের ছেলে রতন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে পাঁচ বন্ধু মিলে শহরের বড় বাজার এলাকা থেকে মদ কিনে ছাতিয়ানী কলাবাগান মাঠপাড়ায় পান করেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে তারা নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে সেখানে মারা যান জনি। আশঙ্কাজনক অবস্থায় রোমন ও রুবেলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রোমান পথে ও রুবেল রাজশাহী হাসপাতালে মারা যায়।
আশঙ্কাজনক অবস্থায় সবুজ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রতন পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মদপানের কারণে তাদের মৃত্যু হয়।