বিশেষ প্রতিনিধি ।। মনিরামপুর প্রেসক্লাবের দুই সাংবাদিক সহ পৃথক তিন শিক্ষা প্রতিষ্ঠানে তিনজন সভাপতি নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এ তিন সভাপতিকে বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।
সূত্র জানায়,উপজেলার গরীবপুর-চাঁদপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরামপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হারুণ অর রশিদ সেলিম। তিনি মাদ্রাসার অভিভাবক, শিক্ষক প্রতিনিধি ও দাতা সদস্যদের সর্বসম্মতিক্রমে নিয়মিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক অফিসার বিকাশ চন্দ্র সরকার।
অপর দিকে মনিরামপুর প্রেসক্লাবের নবনির্বাচিত দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম উপজেলার গোবিন্দপুর- তেঘরী আদর্শ মহিলা আলিম মাদ্রাসার পরিচালনা পর্যদের সভাপতি নির্বাচিত হয়েছেন। এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক জাহাঙ্গীর আলমকে এডহক কমিটির সভাপতি মনোনিত করা হয়েছে।
এছাড়া মনিরামপুরের পাড়িয়ালি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ)। জাহিদুল ইসলাম পাড়িয়ালি গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মাস্টার সাহাবুদ্দিন-এর দ্বিতীয় পুত্র। ১৯৯৭ সনে মাদ্রাসাটি প্রতিষ্ঠার সময় মাস্টার সাহাবুদ্দিন দাতা হিসাবে জমি দান করেন।
এদিকে নবনির্বাচিত সভাপতিদয় এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অপর দিকে হারুন অর রশিদ সেলিম ও জাহাঙ্গীর আলম দুই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন,সহ-সভাপতি জি এম ফারুক আলম, ইলিয়াস হোসেন, সম্পাদক মোতাহার হোসেনসহ সকল সাংবাদিক বৃন্দ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম