রিপন হোসেন সাজু,মনিরামপুর(যশোর) প্রতিনিধি।। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ দুইজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে অপরজন কাপড় ব্যবসায়ী। তার বাড়ি উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের কাঠালতলা গ্রামে। শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শুভ্রা রানী দেবনাথ বিষয়টি নিশ্চত করেন।
এ নিয়ে মনিরামপুরে মোট আক্রান্তের সংখ্যা হলো আট জন।উপজেলা করোনা মনিটরিং সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা ইন্সট্রাক্টর মকবুল হোসেন জানান,শনিবার নতুন করে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক(বর্তমান তিনি ডেপুটেশনে যশোর বক্ষব্যাধী করোনা আইসোলেশন ওয়ার্ডে দায়িত্বরত) এবং উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের কাঠালতলা গ্রামের একজন কাপড় ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শুভ্রা রানী দেবনাথ জানান, দুইজনের দেহ থেকে নমুনা সংগ্রহের পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। শুক্রবার রাতে তাদের দেয়া রিপোর্টে করোনা (পজেটিভ) আসে।খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী, ইন্সট্রাক্টর মকবুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা শনিবার করোনা আক্রান্ত কাপড় ব্যবসায়ীর বাড়ি পরিদর্শনের পর লকডাউন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, আক্রান্ত চিকিৎসক যশোর শহরে তার বাসায় আইসোলেশনে রয়েছেন। আর ওই কাপড় ব্যবসায়ী তার গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধিন রয়েছে। এ ছাড়া শনিবার মনিরামপুর থেকে অরো ১৩ জনের দেহ থেকে নমুনা সংগ্রহের পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
এ পর্যন্ত মনিরামপুরে মোট আট জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। এদের মধ্যে দুইজন চিকিৎসক, চারজন স্বাস্থ্য কর্মী, একজন সোনালী ব্যাংকের সদ্য অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার (এসপিও) এবং একজন কাপড় ব্যবসায়ী। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে চার স্বাস্থ্য কর্মী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম