নিজস্ব প্রতিবেদক।। মনিরামপুরের নেহালপুর ইউনিয়ের যুবলীগের সভাপতি প্রভাষক উদয় শংকর হত্যা মামলার সাথে জড়িত থাকর অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো,যশোরের অভয়নগর উপজেলার সাড়খোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে আল আমিন মোল্লা (২৮),হান্নান মোল্লার ছেলে সুমন হোসেন (২৪) ও শহিদুল ইসলামের ছেলে শামীম হোসেন (২৮) এবং মনিরামপুরের পাচাকড়ি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে রাসেল কবির (২৭)।
উক্ত বিষয়ে গোয়েন্দা পুলিশের (ওসি) রুপন কুমার সরকার জানান,টেকেরঘাট মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ ও ঘের নিয়ে একই এলাকার পবিত্রের সাথে বিরোধ ছিলো উদয় শংকরের। এর জের ধরে পবিত্র আসামীদের ভাড়া করে উদয় শংকরকে হত্যা করার জন্য। এজন্য সে আলআমিন-কে স্কুলের দপ্তরির চাকুরি ও মোটরসাইকেল কিনে দেয়ার প্রলোভনও দেয়। চুক্তি অনুযায়ী আল-আমিনের নেতৃত্বে দুর্বৃত্তরা ১৬ অক্টোবর সকালে উদয় শংকর-কে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা ছবি রাণী বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
এছাড়া তিনি আরো জানান,গোয়েন্দা তথ্যর ভিত্তিতে গত ১৭ জানুয়ারি রাত্রে ডিবির এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে অভয়নগর ও মনিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে ওই ৪ জন-কে গ্রেফতার এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যা সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এবিডি.কম/রাজু