নিজস্ব সংবাদদাতা ।। যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি ও নেহালপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক উদয় শংকর নামের এক যুবলীগ নেতা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। সোমবার (১৬ অক্টোবর) সকাল ৭ টার দিকে উপজেলার টেকারঘাট বাজারে এ হত্যার ঘটনাটি ঘটে।নিহত যুবলীগ নেতা নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের রনজিত বিশ্বাসে ছেলে ও নেহালপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক।
এছাড়া তিনি টেকেরঘাট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,আজ সকাল ৭টার সময় যুবলীগ নেতা উদয় শংকর টেকেরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তার বাড়ির কাছেই একদল সন্ত্রাসী আচমকা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে তিনি মারা যান।
উক্ত বিষয়ে মনিরামপুর থানা পুলিশ,সহকারী পুলিশ সুপার আশেক মাহমুদ এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকম-কে বলেন,খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
এছাড়া মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি আমাদেরবাংলাদেশ ডটকম-কে বলেন,পুলিশের একাধিক টিম ঘটনাটির তদন্ত শুরু করেছে এছাড়া এস'পি স্যারসহ আমরা মৃতদেহের সৎকার কাজের জন্য ঘটনাস্থলে এসেছি এছাড়াও এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে যত সম্ভব আসামিদের দূরত্ব গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি ।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম