নিজস্ব প্রতিবেদক ।। যশোরের মনিরামপুরে নেহালপুর স্কুল এন্ড কলেজের উদ্যোগে যুবলীগ নেতা ও কলেজ শিক্ষক উদয় শংকর বিশ্বাস হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে নেহালপুর স্কুল কলেজের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এছাড়া যুবলীগ নেতা উদয় শংকরের হত্যার প্রতিবাদে স্মরণ সভাও হয়েছে স্থানীয় টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। উদয় শংকর এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন।
উপজেলা যুব-লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুর সভাপতিত্বে উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল ইসলাম সোহাগ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ। এসময় বক্তারা উদয় শংকর হত্যায় পরিকল্পনাকারী পবিত্র বিশ্বাসসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
উক্ত বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা নেহালপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল হান্নান এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকম-কে বলেন, মানববন্ধনের বিষয়টি শুনেছি। আমরা এজাহারনামীয় দুই জন-কে গ্রেফতার করেছি। এছাড়াও পবিত্র বিশ্বাসসহ বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
তিনি আরও বলেন,স্থানীয় রাজনৈতিক ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের তিন কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিরোধে গত সোমবার সকালে বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিত নিহত হন নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি উদয় শংকর বিশ্বাস।
ওইদিন দিবাগত রাত্রে নিহতের মা ছবি রানী বাদী হয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা পবিত্র বিশ্বাসসহ চার জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। ঔই রাত্রেই আসামী পরিতোষ বিশ্বাস ও উত্তম দাস-কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কোন মুহূর্তে তারা গ্রেফতার হতে পারে তিনি জানান ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম রিপন,নেহালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য, নেহালপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি রুহুল আমীন,উদয় শংকর বিশ্বাসের কাকা আনন্দ মোহন বিশ্বাস,আমিনুর রহমান মোড়ল, মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কালিপদ মন্ডলসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম