আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মসজিদুল হারামের মুয়াজ্জিনদের নেতা শায়েখ আলী আহমদ মোল্লা নিজের সুস্থতার ব্যাপারে ভক্তদের অবগত করেছেন। তিনি সুস্থ ও ভালো আছেন বলে জানিয়েছেন। আল-আরাবিয়াকে ডট কমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বৃহস্পতিবার এশার আজান দেয়ার সময় ঠাণ্ডাজনিত কারণে আজান শেষ করতে পারেননি। তবে তিনি এখন সুস্থ আছেন, মুসজিদুল হারামের আজান দেয়ার দ্বায়িত্ব পালন করছেন।
গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় শায়েখ আলী মোল্লা আজান দেয়ার সময় তা শেষ করতে পারেননি। তিনি যখন আজান শুরু করেন, তখন তার কণ্ঠটি ক্লান্ত লাগছিল। ফলে মুয়াজ্জিন হাশেম আল-সাকাফফ তার পরিবর্তে আজান শেষ করেন। মসজিদুল হারামের প্রবীন মুয়াজ্জিন, মুয়াজ্জিনদের নেতা শায়েখ আলী আহমেদ মোল্লা ৪৫ বছরেরও বেশি সময় ধরে মসজিদে হারামের মুয়াজ্জিনের দ্বায়িত্ব পালন করছেন।
তিনি ১৯৭৫ সালে আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিন হিসাবে যোগদান করেছিলেন। তিনি বিশ্বজুড়ে পবিত্র মক্কার বিশিষ্ট মুয়াজ্জিন, মধুর কণ্ঠস্বরের অধিকারী হিসাবে পরিচিত। কেউ কেউ তাকে বিলাল আল হারাম নামেও ডাকেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম