ঝিনাইদহ প্রতিনিধি : ভোলায় গুজব ছড়িয়ে শান্ত পরিবেশ অশান্ত করার প্রেক্ষিতে সোমবার ঝিনাইদহের মসজিদের ইমাম ও ধর্মীয় নেতাদের নিয়ে এক বিশেষ সভা করেছে ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। স্থানীয় ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার সকল মসজিদের ইমামদের এ সংক্রন্ত বিষয়ে মুসল্লীদের ধৈর্য্য সহকারে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দেন।
তিনি বলেন ইসলাম শান্তির ধর্ম। ধর্ম নিয়ে কেও বাড়াবাড়ি করলে কি হবে তার শাস্তিও কোরআন পাকে উল্লেখ আছে। এ সময় ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা, শাতাধিক মসজিদের ইমাম ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।