মস্ত বড় তারা
মাহফুজুর রহমান নিপু
সারা বেলা ঘোরাঘুরি
হাতে নিয়ে ক্যামেরা,
লেখাপড়া বালাই নেই,
চিকনাই চেহারা।
পকেটেতে রাখে কলম,
কোমরেতে কার্ড,
ভাবখানা এমন যেন
তিনিই দেশের লাট।
হাটে মাঠে পথে ঘাটে,
যে দিক দিয়েই চলেন
চারপাশের মানুষ জন,
তারই হিসেব কষেন।
দলবদ্ধ চলাফেরা,
করেন বিচার সালিশ,
মস্ত বড় অপেশাদার,
তিনি লটের মালিক।
চোর চোট্টাকে সমাজ সেবক
আর অপরাধীকে সাধু,
এক নিমেষে সবই সম্ভব
অনলাইনের যাদু।
পুতে লিখে বাপে পড়েন
তাতে কার কি?
আমার ছবি আমি দেখি,
এটাই বা কম কি!
তেলের রাজ্য তার দখলে
প্রতিবাদে ফাঁকা,
অপকর্মের সব আবরণ
এক্কেবারে ঢাকা।
পেশাদার আজ কোণঠাসা
অপেশাদারের ভীড়ে
পারলে কিছু করুন না হয়
সব পেশাদার মিলে।