বরিশালের আগৈলঝাড়ায় মাদককারীকে মাদকসহ গ্রেফতারের পর তার কাছ থেকে টাকা নিয়ে মাদককারীকে ছেড়ে দেওয়ার অভিযোগে এএসআই আবু সালেহকে ক্লোজড করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানিয়েছেন বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ। তাকে থানা থেকে ক্লোজড করে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান তিনি। স্থানীয়রা জানান, উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের কামরুজ্জামান খান বাদশার ছেলে রাহাত খান ও জয়দেব রায়ের ছেলে শিবু রায়কে বৃহস্পতিবার (৮ ফেুব্রয়ারি) সন্ধ্যায় ১০ ইয়াবাসহ আটক করে আগৈলঝাড়া থানার এএসআই আবু সালেহ। তারপর তার কাছ থেকে টাকা নিয়ে শিবু রায়কে ঘটনাস্থল থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠে এএসআই আবু সালেহের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জানাজানি হলে রোববার রাতেই এএসআই আবু সালেহকে ক্লোজড করে বরিশাল পুলিশ লাইনে নেওয়া হয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম