মোঃ আসাদুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ
শার্শা উপজেলার পোর্ট থানার সীমান্তে হতে দৌলতপুর বিজিবি কর্তৃক ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১টি মোটর সাইকেল সহ ২ জন আসামি কে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি ) সদস্যরা।
০৪ মার্চ রবিবার /১৯ ইং রাতে সাড়ে ৮টার সময়ে পোর্ট থানার দৌলতপুর সীমান্তে হতে ফেনসিডিল ও বাইক সহ তাদেরকে আটক করে বিজিবি।
বিজিবি সূত্রে, দৌলতপুর বিওপি’র একটি টহল দলের গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্তে জনৈক মনিরের বাড়ির সামনে পাকা রাস্তার সংলগ্নে রাত সাড়ে ৮টার সময়ে ফেনসিডিল ও বাইক সহ তাদের আটক করে।
আটককৃত তাজিম উদ্দিন (৩২), -কাগজপুকুর গ্রামের বাবুর ছেলে, রাবিয়া খাতুন (৫৪), বেনাপোল গাতীপাড়া গ্রামের খালেকের স্ত্রী, উভয় থানা স্থলবন্দর বেনাপোল ।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি অধিনায়ক ইমরান উল্লাহ সরকার বিষযটি নিশ্চিত জানান, আটককৃত মালামাল ও আসামীদ্বয়কে বেনাপোল পোর্ট থানায় প্রেরণ করা হবে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম