আমাদেরবাংলাদেশ ডেস্ক: খুলনা নগরীর খালিশপুর থানা এলাকায় মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাদরাসা শিক্ষকের নাম আলামিন (২৭)।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলম জানান, গেল ১ আগস্ট ওই ছাত্রকে দেখতে খালিশপুর নিউজপ্রিন্ট শ্রমিক মাদরাসায় যান তার মা। এ সময় তিনি ছেলেকে গুরুতর অসুস্থ দেখতে পান। জানতে চাইলে নির্যাতনের শিকার ছাত্রটি তার মাকে জানায়, শিক্ষক আল আমিন ৩১ জুলাই রাতে মাদরাসার ওজুখানায় নিয়ে মারধর করে তাকে বলাৎকার করেছে। এর আগেও আল আমিন বেশ কয়েকবার এ কাজ করেছেন। এই ঘটনায় ছাত্রের মা বাদী হয়ে মামলা করলে আলামিনকে গ্রেপ্তার করা হয়।