নিজস্ব প্রতিবেদক।। পুলিশ কর্মকর্তা হলেও অসহায় মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত, ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক। এ এলাকা মানুষের কাছে পুলিশ কর্মকতা হিসেবে নন, একজন ভালো মানুষ হিসেবেই পাশে থেকে রেকর্ড গড়ে চলেছেন এই পুলিশ কর্মকর্তা।
সাম্প্রতিক করোনাভাইরাসের তটস্থ সারাদেশ । কিন্তু ঝিকরগাছা এ অঞ্চলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের বসবাসই বেশি পরিমান। আবার পরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা অনেকাংশ হয়ে পড়েছে অসহায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সৃষ্ট অচলাবস্থায় আয় রোজাগার কমেছে এসব পরিবার গুলোর । অসহায় নিম্নবিত্তের পাশে সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন অনেকে। কিন্তু সমাজের মধ্যবিত্ত শ্রেণি অর্থকষ্টে থাকলেও পারিপার্শ্বিক লোকলজ্জার ভয়ে সহযোগিতা চাইতে পারে না। (বৃহস্পতিবার ৭মে) যশোর পুলিশ সুপারের মহোদয়ের সার্বিক নির্দেশনায় ঝিকরগাছা থানা এলাকার অসহায়, দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী (৯ কেজি চাউল, ১ কিজি ডাউল,২ কেজি আলু, ১ কেজি সয়াবিন তৈল ও ১ টি সাবান) বিতরণ করা হয়। এছাড়াও ঝিকরগাছা থানা, যশোর ফেসবুক পেজ ও ফোন কলের মাধ্যমে খাদ্য সামগ্রী চেয়ে অনুরোধকৃত ব্যক্তির পরিবারের মাঝে রাতের আঁধারে খাদ্য সামগ্রী পৌঁছে দেন পৌছে দিচ্ছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ। সামাজিক মর্যাদা ক্ষুন্ন না করে তাদের গোপনে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছেন তিনি। তার সমাদৃত এ উদ্যোগের সাধারন মানুষের হৃদয়ে স্থান পেয়েছেন তিনি।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম