লেখক মফিজুল ইসলাম, পিপিএম।
হে আশরাফ হোসেন
তুমি মানবতার ফেরিওয়ালা
দেখেছি আমরা করোনা ক্রান্তিকালে
মিটিয়েছ কত শত মানুষের
ক্ষুধার জ্বালা।।
আশরাফ মানে শ্রেষ্ঠ
সত্যিই তুমি সৃষ্টির সেরা
মানুষ রূপী ফেরেশতা
দেখেছি আমরা নিপীড়িত মানুষের পাশে
ভীতসন্ত্রস্ত অসহায়দের করেছ তুমি
বিভিন্নভাবে সহযোগীতা।।
দুষ্টের দমন, শিষ্টের পালন
এটাই তোমার মূলনীতি
যদিও তোমার হোক না কেন
পার্থিব শত ক্ষতি।।
যে দৃষ্টান্ত দেখিয়েছো তুমি
অধিনস্তের প্রতি
স্বর্ণাক্ষরে লেখা থাকবে হৃদয় মাঝে
বুকে লালন করি তোমার নীতি।।
তুমি হারও নি, হেরেছে শত হৃদয়
অপ্রকাশিত হৃদয়ের চাওয়া
ফিরে এসো আমাদের মাঝে
তবেই হবে চরম পাওয়া।।
প্রতিবাদের নেই যে কোন ভাষা
প্রতিবাদী হৃদয় ডুকরে ডুকরে কাঁদে
আর যেন কখনও কেও
পড়ে না রাজনীতির মরণ ফাঁদে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু