আমাদেরবাংলাদেশ ডেস্ক।।মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের সানাইল গ্রাম থেকে এক গৃহবধুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) সকালে, নিহতের মৃতদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত গৃহবধূ ইতি রংদার (৩৫) ওই গ্রামের সুনীল রংদারের স্ত্রী ও তিন কন্যা সন্তানের জননী।নিহতের পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে ছোট মেয়ে প্রীতি ও স্বামীকে নিয়ে গৃহবধূ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন।
স্থানীয় লোকজন সোমবার ভোরে পার্শ্ববর্তী জোতি রায়ের বাড়ি সংলগ্ন রাস্তার ওপর তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানান। খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।নিহতের মেঝ মেয়ে কলেজ ছাত্রী মুক্তি রংদার বলেন, আমি ওই রাতে পাশের চাচার বাড়িতে ঘুমিয়ে ছিলাম। সকালে মায়ের মৃত্যুর খবর পাই।
নিহতের স্বামী সুনীল রংদার বলেন, তার স্ত্রীর ডায়াবেটিক রোগ থাকায় প্রতিদিন সকালে হাঁটতে বের হয়। আজ সকালে প্রতিবেশীদের ডাকে ঘুম থেকে ওঠে রাস্তায় গিয়ে স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখতে পাই।সিংগাইর থানার এসআই মোঃ ফারুক হোসেন বলেন, নিহতের ঘাড়ে ও চোয়ালে বড় দু’টি কোপের চিহ্ন পাওয়া গেছে। তবে এখনো খুনের রহস্য উৎঘাটন হয়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
স্বামী ও সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনসহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আমাদেরবাংলাদেশ/আরাফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম