আমাদেরবাংলাদেশ ডেস্ক।।মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্স ছাড়াই ওষুধ বিক্রির অভিযোগে চার ফার্মেসীর মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মানিকগঞ্জের হরিরামপুরে দুই ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিল্লাল হোসেন এই অভিযান পরিচালনা করেন।বিল্লাল হোসেন জানান, উপজেলার বলড়া ইউনিয়নের নয়ারহাট বাজারে লাইসেন্স ব্যতীত ঔষুধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লোকনাথ মেডিক্যাল হলের মালিক শীতল চন্দ্র দাসকে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় ন্যাশনাল মেডিক্যাল হলের মালিক আব্দুস সালামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া, মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘণ করায় প্রান্ত মেডিক্যাল হলের মালিক রফিকুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরির অপরাধে কান্ঠাপাড়া বাজারে হরিপদ ফার্নিচারকে ২শ' টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেছে হরিরামপুর থানা পুলিশ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
আমাদেরবাংলাদেশ/রিফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম