মানুষ ও কবিতা: লেখক মোকছেদ আলী
আমরা মানুষের কবিতা লিখি,আবেগের কারুকাজ, অনুভবের উৎকর্ষে-লিখি মানুষের বিচিত্র কত ছবি।ভালোবাসা-প্রেমের সংলাপ,পাখিদের গল্প ও সন্ধ্যার আকাশ,ঋতু ও সূর্যের কথা,পশু ও পিপীলিকাদের জীবন বৃত্তান্ত;কিংবা হিংস্র দেও দানবের কথা।জাহাজের ধোঁয়া কিংবা পালতোলা নৌকা,বালক রাখালের বাশি,গ্রাম বধূর কাকন কিংবা কলসি।সবুজ মাঠের সোনালি ধানের বিচিত্র কতো ছবি!বর্ষার কারুকার্য ও বৃক্ষের ছায়া,রাজা-রানী ও তাদের প্রাসাদ কিংবা অট্টালিকা।কৃষকের ঘাম অথবা গরু ও লাঙল সৈন্যের অশ্ব ও তরবারীর ছবি,আকাশ ও মহাকাশের বিচিত্র দর্শন,ভালোবাসা,বিরহ-বেদনা,ইতিহাস সব'ই।আমরা অর্থ ও বিলাসের জন্য কবিতা লিখি,তবে সত্য অন্বেষণে লেখাই আমাদের কাজ নয় কি?
মো: মোকছেদ আলীস,হকারী শিক্ষক (বাঁশবাড়ি স: প্রা: বি:)ডগরতলী,বাশঁবাড়ি,সাভার,ঢাকা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম