আমাদেরবাংলাদেশ ডেস্ক।।চট্টগ্রামে মারধর ও সম্পত্তি আত্মসাতের অভিযোগে সন্তানদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাবা।
বৃহস্পতিবার দুপুরে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে মামলাটি করেন সৈয়দ আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি। আদালত মামলা আমলে নিয়ে চকবাজার থানাকে এজাহারভুক্ত হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।ভুক্তভোগী বাবার অভিযোগ, তিন বছর থেকে প্রবীণ ব্যবসায়ী সৈয়দ আনোয়ার হোসেন ও তার স্ত্রীকে সম্পত্তির জন্য নির্যাতন চালিয়ে আসছিল ছেলে মেরিনার সৈয়দ জুনায়েদ হোসেন ও মেয়ে ব্যাংক কর্মকর্তা আজমী নাশীদ তারেক।
এক পর্যায়ে বাবার ফ্ল্যাট বাড়িটি লিখে নেয় তারা। এখন বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিতে নিয়মিত নির্যাতন চালিয়ে যাচ্ছে সন্তানেরা।ভুক্তভোগী বাবা-মা ন্যায় বিচারের আশা করছেন এবং সন্তানদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।
আমাদেরবাংলাদেশ/রিফাত