এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, শুল্ক আরোপ নিয়ে ভারতকে অনেক সময় দেয়া হয়েছে। তবে তারা কোন ব্যবস্থা নিতে পারেনি। শুল্ক আরোপ আর মেনে নেয়া হবে না হুমকি দিয়ে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে ভারতকে সতর্ক করেন ট্রাম্প। গেলো ৫ জুন ভারতকে দেয়া বিশেষ বাণিজ্য সুবিধা জিএসপি বাতিল করে যুক্তরাষ্ট্র। জিএসপি বাতিলের সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রাখার ঘোষণা দেয় ভারত। এর ধারাবাহিকতায় ২৮টি মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে দিল্লি।