মজনু ভুইয়া মালয়েশিয়া প্রতিনিধি ।। মালয়েশিয়ার পেনাং রাজ্যের জর্জ টাউনের বাতু মাউংয়ে নির্মাণাধীন ওয়ারহাউস ধ্বসে ৩ বাংলাদেশীর নিহত হয়েছে।
গতকাল রাত ৯ টার সময় মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে ১৪ টন ওজনের ১২ মিটার (৩৯ ফুট) উঁচু বিম ধসে পড়ে।
ধ্বংসস্তুপের ভেতর এখনো আটকা রয়েছেন ৪ বাংলাদেশী শ্রমিক। তাদেরকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে দেশটির সরাকারি বাহিনী। ফায়ার সার্ভিসের এক অফিসার জানায় প্রজেক্টটিতে কর্মরত সবাই বাংলাদেশী কর্মী।
এছাড়া ভেঙে পড়ে আরো ১৪টি বিম। সেগুলো সরানোর ৮০% কাজ শেষ বলে জানিয়েছে পুলিশ।
এছাড়াও আটকা পড়া চারজন মারা গেছে বলে জানিয়েছেন শংকা পুলিশ। এ দূর্ঘটনার কিছুক্ষন আগেই শুরু হয়েছিলো কনক্রিটের ঢালাই তৈরী হয়ে ছিলো। দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন পেনাং রাজ্যের মুখ্যমন্ত্রী চৌ কন ইয়ো।
এবিডি.কম/রাজু
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম